ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলি কি ফের রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক হবেন? জানা গেছে, বিরাট কোহলি নিজে অধিনায়ক হতে আগ্রহী দেখিয়েছেন। এর আগে ২০২২ সালে ফ্যাফ ডু’প্লেসিস আরসিবির অধিনায়ক হয়েছিলেন। তবে এবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে আলোচনা তৈরি হয়েছে। তবে বিরাট কোহলি কি ফের অধিনায়কত্ব করবেন? বিরাটের হাতেই কি আবারও রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে? আচমকা এমনই আলোচনা শুরু হয়েছে।
সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর রিটেনশন চ্যাটার অনুষ্ঠানে সঞ্চালক জানান, বিরাট আরসিবির অধিনায়ক হতে আগ্রহী। গত কয়েক বছরে যেমন বিরাট অধিনায়কত্ব করতে চাননি, এবার বিষয়টি সে রকম নয়। অধিনায়কত্ব করতে ভারতীয় তারকার কোনো আপত্তি নেই। তবে তিনিই যে অধিনায়ক হচ্ছেন, এমন কোনো নিশ্চয়তা মেলেনি।
আরসিবির হাতে সেই বিকল্প থাকছে। আরসিবি চাইলে বিরাটকে অধিনায়ক করতে পারে। কারণ বিরাট নিজে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান সঞ্চালক। যদিও বিষয়টি নিয়ে আরসিবির তরফে আপাতত কিছু জানানো হয়নি।
এদিকে শিরোপা না জিতলেও তিনবারের মধ্যে দুবার আরসিবিকে প্লে-অফে তুলেছেন ফ্যাফ ডু’প্লেসিস। ২০২২ ও ২০২৪ সালে আইপিএলের প্লে-অফে উঠেছিল আরসিবি। তা সত্ত্বেও আইপিএলের মেগা নিলামের আগে সম্ভবত দক্ষিণ আফ্রিকার সাবেক তারকাকে রিটেন করা হবে না বলে মনে করছে একটি মহল।
তাদের মতে, ফ্যাফকে রেখে দিতে যে পরিমাণ টাকা লাগবে, সেটি অনেকটা বেশি বলে মনে করা হচ্ছে। সে পরিস্থিতিতে তাকে সম্ভবত রিটেন করবে না আরসিবি। তারপরও প্রয়োজনমতো আইপিএলের নিলাম থেকে তাকে ফের দলে নেওয়া হতে পারে। যদি ফ্যাফকে নিলামে না নেওয়া যায়, তাহলে বিরাটকে অধিনায়ক করার রাস্তা খোলা থাকছে আরসিবির সামনে।
এ বিষয়টি নিয়ে আরসিবির তরফে কোনো মন্তব্য পাওয়অ না গেলেও এ মুহূর্তে বিরাটকে অধিনায়ক করা ঠিক হবে কিনা, তা নিয়েও কেউ কেউ দ্বিধায় আছেন। কারণ ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়ে ফেলেছেন। কতদিন আইপিএল খেলবেন, সেটিও স্পষ্ট নয়।
আগামী ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। সে ক্ষেত্রে ২০২৭ সালের আইপিএলের সময় তার বয়স ৩৯ ছুঁই ছুঁই। ফিটনেস নিয়ে সমস্যা না হলেও ওই বয়সে বিরাট আইপিএল খেলতে চাইবেন কিনা, সেটি নিয়েই প্রশ্নচিহ্ন আছে। সে পরিস্থিতিতে বিরাটকে যদি ফের ক্যাপ্টেন করা হয়, তাহলে একটা মৌসুমের জন্য করা হবে নাকি ২০২৫ থেকে ২০২৭ সালের জন্য করা হবে, সেসব বিষয় নিয়ে দ্বিধায় থাকা স্বাভাবিক।
একটি অংশ মনে করেন, সেই ব্যাপারটা ধন্দের কোনো প্রশ্নই নেই। বিরাট যেমন খেলোয়াড়, তাতে তিনি নিজেই ওইসব বিষয় স্পষ্ট করে দেবেন। ফলে আরসিবি ম্যানেজমেন্টের কাছেও স্বচ্ছ ধারণা থাকবে। কিন্তু আপাতত কোটি টাকার প্রশ্নটা হলো যে, বিরাট কি ফের আরসিবির অধিনায়ক হবেন?