কীভাবে ১৮০ রান করতে হয় জানে না বাংলাদেশ: অধিনায়ক শান্ত

3-9-67035da528917.jpg

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ। লক্ষ্য আগামী ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই নিজেদের প্রস্তুত করা। পুরনো ক্রিকেট থেকে সরে এসে আধুনিক ক্রিকেট খেলা। সেই লক্ষ্যের শুরুটা হলো ভয়াবহ। ভারতের বিপক্ষে ব্যাটিং উইকেটে বাংলাদেশের সংগ্রহ মোটে ১২৭। যেই লক্ষ্য কিনা মাত্র ১১.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত।

শান্ত বলেন, ‘আমাদের সামর্থ্য আছে। সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি। তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে। কিন্তু এই উন্নতি কীভাবে হবে? আমি যদি গত ১০ বছর দেখি, আমরা এ রকমই ব্যাটিং করে যাচ্ছি। মাঝেমধ্যে হয়তো ভালো ব্যাটিং করি।’

কীভাবে ব্যাটিংয়ে উন্নতি আনা যায়, সেটা জানাতে গিয়ে নাজমুল বলেন, ‘এটার জন্য আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন…কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।’

আগামী ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শান্ত বলেন, ‘ঘুরে তো দাঁড়াতেই হবে। কীভাবে আমরা কামব্যাক করতে পারি, সেটা দেখতে হবে। আমার মনে হয়, আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।’

Share this post

scroll to top