হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল দক্ষিণ আফ্রিকা

3-66f0e03da645b.jpg

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে লজ্জার মুখেই পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ওয়ানডেতে আফগানদের বিপক্ষে পাত্তাই পায়নি প্রোটিয়ারা। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের লজ্জার ‍মুখে পড়ার। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। শেষ ম্যাচে দাপুটে জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা।

সারজায় সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানরা। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এদিনও দারুণ ক্রিকেট খেলেছেন। তবে অপর প্রান্তে সঙ্গ পাননি তিনি। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। দলীয় সর্বোচ্চ ৮৯ রান করেছেন গুরবাজ। শেষ দিকে ঘাজানফারের অপরাজিত ১৫ বলে ৩১ রানে ভর করে ৩৪ ওভারে ১৬৯ রানে থামে আফগানদের ইনিংস।

সহজ লক্ষ্যে শুরুর তিন ব্যাটারের মাঝারি মানের ইনিংসের পর দলকে ম্যাচ জিতিয়ে আসেন এইডেন মার্করাম ও ট্রিসটান স্টুবাস। মার্করাম ৬৯ রানে অপরাজিত ছিলেন। এ জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা।

Share this post

scroll to top