কুমারখালীতে ডেভিল হান্টে গ্রেফতার ২

KUMARKHALI-67b2f6d23082a.jpg

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার কুমারখালীতে যুবলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাতে উপজেলার বাসি টার্মিনাল থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চাঁদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাফিকুজ্জামান রিংকু ও চাপড়া ইউনিয়নের পাইক পাড়া এলাকার জমশের আলী। তাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতাসহ দুজনকে আটক করা হয়েছে। পরে একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Share this post

scroll to top