খুলনার দর্পণ ডেস্ক : নতুন ভোটারদের নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তরুণ প্রজন্মের কাছে তিনি বলেন, ‘প্রথম ভোটটি যেন ব্যর্থ না হয়।’
গতকাল ৩০ ডিসেম্বর দুপুর দুইটার দিকে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় জাতির পিতাকে হত্যার পর দেশের রাজনীতির পট পরিবর্তনের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘খুনিদের বিচার না করে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান।’
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে দলের সভাপতি বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গঠন করা হয়েছে। স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী ব্যবস্থা নিয়েছে সরকার।’
তিনি বলেন, “যারা যুবসমাজ ও তরুণ সমাজ এবং প্রথমবার যারা ভোটার হবেন শুধু কোটালীপাড়া টুঙ্গিপাড়া নয় সারা বাংলাদেশের জন্য আমার আহ্বান-নতুন ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ করে দিয়ে বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ায় তাদের সাহায্য করতে হবে।”
তিনি বলেন, “তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। সেটাই আমরা বিশ্বাস করি।” আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তরুণ প্রজন্মকে স্মার্ট ও দক্ষ জনশক্তি হিসেবে তার সরকার গড়ে তুলবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার, আমাদের অর্থনীতি এবং আমাদের সমাজ ব্যবস্থাও স্মার্ট করে গড়ে তোলা হবে। যেন এই বাংলাদেশ শিক্ষা-দীক্ষা জ্ঞানে-বিজ্ঞানে এবং প্রযুক্তিতে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে পারে। কারও কাছে মাথা নত করে নয়।
জনগণের ভাগ্যোন্নয়নের কথা বলে তিনি বলেন, ‘বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তার মুখে এগুলো শুনে শুনে বড় হয়েছি।’ এ সময় কেউ ভূমিহীন থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি উন্নয়নের কথা বলতে চাই না। যা হয়েছে সেটা আপনারা নিজেরাই জানেন। দেশটা বদলে গেছে এখন। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। তারা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করবো।’
নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা করে, তাদের একদিন শাস্তি পেতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে যারা নাক গলাতে আসে, তাদের কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ।’
নির্বাচন শান্তিপূর্ণ হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হতে হবে। এই নির্বাচন যাতে না হয় তা নিয়ে যে চক্রান্ত, তার সমুচিত জবাব ৭ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেবো। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।’ সেই সঙ্গে বারবার নিজের প্রাণনাশের অপতৎপরতার বিষয়টি এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।’
বিএনপির সমালোচনা করে তিনি বেলন, ‘বিএনপির আন্দোলন হলো মানুষ পোড়ানো, মানুষের ক্ষতি করা, দেশের সম্পদ নষ্ট করা। তাদের মধ্যে দেশপ্রেমও নেই, দায়িত্ববোধও নেই।’ সমাবেশে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্রনাথ বিশ্বাস।
মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি মহাসমাবেশে শেখ হাসিনা তাঁর দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়ে বলেছেন, একমাত্র নৌকাই পারে দেশের উন্নয়ন নিশ্চিত করতে।
কোটালীপাড়ায় নৌকার জনসভায় নতুন ভোটারদের প্রতি শেখ হাসিনার আহবান
