নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো দীপু মনি-সাদেকসহ ১০ জনকে

1-17-67a9bb85e3099.jpg

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক এমপি সাদেক খানসহ ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, এদিন আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

অন্য আসামিরা হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজু, মহিলা লীগের নেত্রী রোকেয়া জামাল।

আসামিদের মধ্যে মোহাম্মদপুর থানার মো. সবুজ ও ইলিয়াস হোসেন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার ৪ মামলা, সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার ২ মামলা, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার ৪ মামলা, দীপু মনিকে ১ মামলা, জুনাইদ আহমেদ পলককে ১ মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

২০১৫ সালের বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় বরিশাল ৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া রাজধানীর কাফরুল থানাধীন মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল ও কাফরুল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম ওরফে তাজকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

Share this post

scroll to top