খু‌বি শিক্ষার্থী অর্ণব হত্যা মামলায় বন্ধু রাব্বা‌নি ২ দি‌নের রিমা‌ন্ডে

khulna-arnab-1.jpg

ডেস্ক রিপোর্ট: খু‌বি শিক্ষার্থী অর্ণব হত্যা মামলার আসা‌মি গোলাম রাব্বা‌নিকে দুই দি‌নের রিমা‌ন্ডে নি‌য়ে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা চিফ মে‌ট্রোপলিটন ম্যাজি‌স্ট্রেট আদালত ১ এর বিচারক মোঃ রা‌কিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর ক‌রেন। এর আগে সোমবার সোনাডাঙ্গা থানা পু‌লিশ আসা‌মি রাব্বা‌নি‌কে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দি‌নের রিমা‌ন্ডের আবেদন ক‌রে।

জিআরও এস হ‌রিদাশ নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আসা‌মি গোলাম রাব্বা‌নি‌কে জিজ্ঞাসাবা‌দের ৭ দি‌নের জন্য আবেদন ক‌রেন এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই আশরাফুল আলম। কিন্তু সা‌র্বিক বি‌বেচনা ক‌রে আদালত তা‌কে দুই দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন। আজও রাব্বা‌নি‌কে আদাল‌তে হা‌জির করা হয়েছে।

এদি‌কে সোনাডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ শ‌ফিকুল ইসলাম ব‌লেন, আসা‌মি গোলাম রাব্বা‌নির দুই দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। তা‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌লেই অ‌নেক তথ্য পাওয়া যা‌বে।

উল্লেখ্য শুক্রবার রাত পৌ‌নে ৯ টার দি‌কে সন্ত্রাসীরা নগরীর শেখপাড়া তেতুলতলা মোড়ে অর্ণবকে গু‌লি ক‌রে এর্ং প‌রে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে। এ ঘটনায় পু‌লিশ রাতভর বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে অর্ণবের ৩ বন্ধু‌কে হেফাজ‌তে নেয়। শ‌নিবার রা‌তে নিহত অর্ণবের বাবা নি‌তিশ কুমার বাদী হ‌য়ে অজ্ঞাতনা ২০ থে‌কে ২৫ জ‌নের না‌মে মামলা দা‌য়ের ক‌রেন। ওইদিন রা‌তে পু‌লি‌শের উর্ধতন কর্মকর্তারা ৩ জন‌কে একসা‌থে রে‌খে এ হত‌্যাকা‌ন্ডের ব‌্যাপা‌রে জিজ্ঞাসাবাদ ক‌রেন। বাকী ২ বন্ধু‌কে শর্ত সা‌পক্ষে প‌রিবা‌রের জিম্মায় ছে‌ড়ে দি‌লেও পু‌লিশ গোলাম রাব্বা‌নি‌কে এ মামলায় গ্রেপ্তার ক‌রে।

Share this post

scroll to top