ঢাকায় আজ অ্যাথলেটিক্স উৎসব

Athletics-stock-photo-67985ba462577.jpg

ক্রীড়া ডেস্ক : তারুণ্যের উৎসবে দেশের আট বিভাগে শুরু হয়েছে আন্তঃজেলা অ্যাথলেটিক্স উৎসব। এরই মধ্যে সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগে খেলা শেষ হয়েছে।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ঢাকা বিভাগের আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। ঢাকা বিভাগের ১৩ জেলার প্রায় আড়াইশ অ্যাথলেট অংশ নেবেন ১৮টি ইভেন্টে।

ছেলেদের ১০টি ও আটটি মেয়েদের ইভেন্ট রয়েছে। সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

ঢাকার পর বুধবার ময়মনসিংহ, ৩১ জানুয়ারি বরিশাল এবং ২ ফেব্রুয়ারি রংপুর বিভাগে অনুষ্ঠিত হবে আন্তঃজেলা অ্যাথলেটিক্স। চট্টগ্রাম বিভাগের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি।

দ্বিতীয় ধাপে আট বিভাগের সমন্বয়ে তারুণ্যের উৎসব আন্তঃবিভাগ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তা মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি, ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

Share this post

scroll to top