বাংলাদেশের বিপক্ষে নতুনদের বাজিয়ে দেখতে চায় ভারত

3-42-670a3ab33caa4.jpg

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত। সিরিজের শেষ ম্যাচে তাই স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের বাজিয়ে দেখতে সূর্যকুমার যাদবের দল। একাদশে পরিবর্তন আনার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

যা নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টেন ডেসকাট বলেন, ‘অবশ্যই আমাদের স্কোয়াডে গভীরতা অনেক। বেশ কয়েকজনের আইপিএল অভিজ্ঞতা প্রচুর। আমাদের চাওয়া, যত বেশি সম্ভব ক্রিকেটারকে আন্তর্জাতিক আঙিনায় মেলে ধরতে পারি। হার্শিত রানা এমন একজন, যাকে সুযোগ দিতে আমরা খুবই আগ্রহী।’

জিতেশ ও সাঞ্জু স্যামসনকে নিয়ে টেন ডেসাকাটের মত, ‘জিতেশ আছে আমাদের, তবে সাঞ্জুকে আরেকটি সুযোগ দিতে চাই আমরা। অনেক কিছুই আমরা ভাবছি। বিকল্প আছে। পরিকল্পনা অবশ্যই ছিল আগে সিরিজটি জেতা। এরপর শেষ ম্যাচে নতুনদের পরখ করে দেখা।’

Share this post

scroll to top