ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই পাকিস্তান ক্রিকেটে চলছে অস্থির অবস্থা। বিশ্বকাপের পরপরই বাদ দেওয়া হয়েছে নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে। বাদ পড়তে পারেন বেশ কয়েক জন ক্রিকেটারও। তা নিয়েই চলছে এখন আলোচনা। এর বাইরে বিশ্বকাপ চলাকালীন সময়ে দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটারের ওপর। তাদের ব্যাপারেই এবার কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভি।
পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন ও লাল বলের কাচ জেসন গিলেস্পির ওপর পিসিবির পূর্ণ আস্থা আছে জানিয়ে তাদের কাজ করার স্বাধীনতা দিয়েছে বলেও জানান পিসিবি প্রধান। বলেন, ‘কারস্টেন এবং গিলেস্পি সম্পূর্ণরূপে ক্ষমতাপ্রাপ্ত। তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। কারস্টেন এবং গিলেস্পিকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আশা করি দুজনেই সেরা ফলাফল এনে দেবে।’
সম্প্রতি বেশ কয়েকজন ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ছাড়পত্র দেয়নি পিসিবি। যা নিয়ে বোর্ড প্রধান জোর দিয়েছেন ক্রিকেটারদের ফিটনেস ও নিজেদের ঘরোয়া ক্রিকেটের দিকে। নকভি বলেন, ‘শুধুমাত্র ভালো ফিটনেস এবং পারফরম্যান্সের মাপকাঠিযুক্ত খেলোয়াড়রাই এনওসি পাবেন। তারা আন্তর্জাতিক লিগে প্রতিনিধিত্বের উচ্চ মান নিশ্চিত করবে।’