সমন্বয়ক হাসনাতের সঙ্গে কী হয়েছিল গতরাতে?

Hasnat-6797428248f3d.jpg

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রোববার রাতে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে তোপের মুখে পড়েছেন বলে শোনা যাচ্ছে।

রোববার রাতেই বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর একটিতে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহকে চারপাশ থেকে ঘিরে ধরেছেন ছাত্ররা।

সেসময় শিক্ষার্থীদের পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করতে দেখা যায় তাকে। তিনি তাদের চলে যেতে অনুরোধ করছিলেন। এসময় তাকে বলতে শোনা যায়, ‘একটা ছেলেও আসবা না।’ এছাড়া কয়েকটি ভিডিওতে তাকে দেখা যায় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রদের মধ্য থেকে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে অনেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিচ্ছেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন, এসময়ও তার হাত ধরেছিল কয়েকজন ছাত্র।

সকাল থেকে এ বিষয়ে কথা বলতে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে গণমাধ্যম কর্মীরা। তবে প্রতিবারই তার মোবাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Share this post

scroll to top