খুলনার দর্পণ ডেস্ক : দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে আগামী ৪ মার্চ।
এই তিন বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
চুয়েট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার চুয়েট, কুয়েট, রুয়েট উপাচার্যদের নিয়ে গঠিত অ্যাডভাইজরি কমিটি (এএসি) এবং সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির (সিএসি) যৌথ ভার্চ্যুয়াল সভায় ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হয়। পরীক্ষার তারিখ ঠিক করা হলেও আবেদনের বিস্তারিত জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্যতা, শর্তাবলিসহ অন্যান্য বিষয় শিগগিরই জানানো হবে।