খুলনায় সাবেক এমপিসহ বিএনপির ৭০ নেতাকর্মীর নামে অভিযাগ গঠন

khulna-20220825184819.webp

নিজস্ব প্রতিবেদক……

খুলনায় পুলিশের করা নাশকতা মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওহিদুজ্জামান শিকদার এই অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মাহমুদা ফারহানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ অক্টোবর দিনগত রাত সাড়ে ৯টার দিকে সরকার উচ্ছেদ, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস ও নাশকতা করার উদ্দেশ্যে সংগঠিত হওয়ার অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করে পুলিশ। সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রহিত কুমার বিশ্বাস বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দেড়শ জনকে আসামি করে মামলাটি করেন। ২০১৯ সালের ২৯ জুলাই তিনি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ ৭০ জনকে অভিযুক্ত করা হয়।

২০১৯ সালের ১৪ অক্টোবর মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ মামলাটি আমলে নেন। ওইদিন মামলাটির বিচারকার্যের জন্য বিভাগীয় স্পেশাল জজ খুলনা আদালতে হস্তান্তর করা হয়।

অভিযোগ গঠন শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন স্পেশাল পিপি মাহমুদা ফারহানা। আসামিপক্ষে অংশ নেন আইনজীবী এস এম মনজুর আহমেদ, মোল্লা গোলাম মওলা, লস্কর শাহ আলম, মো. রফিকুল ইসলাম, শেখ রফিকুজ্জামান ও ওমর ফারুক বনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top