ক্রীড়া ডেস্ক : একুশ শতকে এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। যেই আসর সামনে রেখে এখন সাজসাজ রব পাকিস্তানে। আটটি দলের অংশগ্রহণে তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন সফল করতে পাঞ্জাব পুলিশ (পাকিস্তান) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শুরু করেছে। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ অনুসারে, টুর্নামেন্টের জন্য মোট ১২,৬৬৪ জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৬১৮ জন লাহোরে নিরাপত্তা দেবেন। আর ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতে ৪ হাজার ৫৩৫জন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এর পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ থেকে কার্যক্রমে তদারকি করবেন ৪১১ জন কর্মকর্তা।
এছাড়াও সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনী এবং রেঞ্জার্সের সহায়তায় নজরদারি জোরদার করার জন্য আকাশ থেকেও নিরাপত্তা নজরদারি পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও সেফ সিটি ক্যামেরার মাধ্যমে ভেন্যুতে যাওয়ার রুটগুলো পর্যবেক্ষণ করা হবে। যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রিয়েল-টাইম নজরদারির দিকেও জোর দেওয়া হবে।’