‘বরুণ রশিদ খান নয় যে জোরে বল করবে’

1-6-6791f63366531.jpg

ক্রীড়া ডেস্ক : ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন বরুণ চক্রবর্তী। সফরকারী ইংল্যান্ডকে ১৩২ রানে অলআউট করে দেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তার। ২৩ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। ভারতের ৭ উইকেটের জয়ে হয়েছেন ম্যাচসেরাও।

বরুণের বোলিংয়ের প্রশংসা করে চোপড়া বলেন, ‘বরুণ চক্রবর্তী ফিরে আসার পর থেকে পাওয়ারপ্লেতে বোলিং শুরু করেছেন। তিনি এসে ষষ্ঠ ওভারে বোলিং করলেন এবং তার বোলিং ছিল অবিশ্বাস্য। আমি যে জিনিসটি সবচেয়ে পছন্দ করি তা হল তিনি বাতাসে ধীরে ধীরে বল করছেন।’

বরুণের বলের গতি নিয়ে চোপড়া বলেন, ‘আজকাল স্পিনাররা মার খেলেই জোরে বল করে আর পেসাররা ধীর হয়ে যায়। কিন্তু যদি একজন স্পিনার আত্মবিশ্বাসের সাথে বোলিং করে তবে সে ধীর থাকে। আপনি ছক্কা খেলেও ধীরই থাকবেন যদি না আপনি রশিদ খান হন। তার বোলিং স্টাইল আলাদা। সে জোরের ওপর বল করে। আর বরুণ চক্রবর্তী রশিদ নয়।’

Share this post

scroll to top