বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের অভিজাত এলাকা হিসাবে পরিচিত বান্দ্রায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। দুষ্কৃতকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা।
এ ঘটনায় প্রথমবার কারিনা কাপুরের টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এতে তাদের কোনো ক্ষতি হয়নি।
কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন, তা জানা যায়নি প্রাথমিকভাবে। সেই বিষয়ে বিবৃতি দিয়েছেন কারিনা কাপুর খান। কারিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সবাই নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনো জল্পনা বাড়াবেন না। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।