কাজলের ছেলে অজয়ের সঙ্গে প্রেমজীবন নিয়ে খোলাখুলি আলোচনা করে

Untitled-1-6732d0c191527.jpg

বিনোদন ডেস্ক : বলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি অজয় দেবগন ও কাজল। দুই সন্তান তাদের। এক কন্যাসন্তান নিসা ও পুত্রসন্তান যুগ। মেয়ে নিসা নেটপাড়ায় তার পোশাকের ধরন থেকে নৈশযাপনের কারণে বেশ চর্চিত। সেই তুলনায় ছেলে যুগ অনেকেটাই আড়ালে থাকে। যখনই দেখা গিয়েছে হয় সে মায়ের সঙ্গে, নয় বাবার সঙ্গে। সবে ১৪ বছরে পা দিয়েছে।

বাবা অজয়ের খুবই কাছের যুগ। ছেলের সঙ্গে যখনই প্রকাশ্যে দেখা গিয়েছে অভিনেতাকে, হয় ঠাট্টা ইয়ার্কি করছেন কিংবা ছেলের সঙ্গে গভীর আলোচনায় মশগুল। তবে জানেন কি কিশোর যুগের নাকি এখনই অনেক বান্ধবী। প্রেমজীবন নিয়ে বাবার সঙ্গে খোলাখুলি আলোচনা করে সে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় এই প্রজন্মের ছেলেমেয়েদের চিন্তাভাবনার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারার কথা বলেন। কারণ তার বাড়িতে এক যুবতী মেয়ে রয়েছে ও ছেলে কিশোর। তবে অভিনেতা জানান, ছেলেমেয়েকে কড়া শাসন নয় বরং তাদের সঙ্গে বন্ধুর মতো মেশেন। অজয়কে জিজ্ঞেস করা হয়, ছেলের এখন প্রায় বান্ধবী নিয়ে ঘোরার বয়স। বাবা হিসাবে আদৌ কি কোনো উপদেশ দেন তিনি? অজয় তাতেই জানান, যুগের সঙ্গে তিনি ভীষণ রকম বন্ধুর মতো মেশেন। ছেলের বান্ধবীদের নিয়ে আলোচনা হয়। বাবা-ছেলের সম্পর্কটা খুব সহজ।

Share this post

scroll to top