বিনোদন ডেস্ক :সংগীতাঙ্গনের যুবরাজখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন। পুরো দল নিয়ে বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন কনসার্টে গাইবেন এ বাংলা গানের যুবরাজ।
এর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টে আসিফ আকরব জানিয়েছিলেন— তিনি যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না। কারণ হিসাবে উল্লেখ করেন— আয়োজকদের অপেশাদার আচরণ। তবে গত সপ্তাহে আবার তিনি জানিয়েছেন, সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে; এবার তিনি কনসার্টটিতে অংশগ্রহণ করবেন।
এ বাংলা গানের যুবরাজ বলেন, যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তাদের স্বার্থ বিবেচনায় আমরা উভয়পক্ষ একমত হয়েছি; কনসার্টটি হচ্ছে। আর কোনো অনিশ্চয়তা নেই। মাঝখানে দুদিনের জন্য যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, সেটির জন্য আমরা উভয় দুঃখিত।
উল্লেখ্য, যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভির আয়োজনে আগামী ২৩ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়াল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।