আবাহনীকে দুইয়ে তুললেন ইব্রাহিম

Ibrahim-678325277e95e.jpg

ক্রীড়া ডেস্ক : মোহামেডানের বিরুদ্ধে ফেডারেশন কাপে আবাহনীর জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার তিনি করলেন জোড়া গোল। সেই সুবাদে দুই আবাহনীর দ্বৈরথে ৪-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এলো ঢাকার এই দল।

সাত ম্যাচে পাঁচ জয় এবং একটি করে ড্র ও হারে ঢাকা আবাহনীর ঝুলিতে ১৬ পয়েন্ট। আবাহনীর সমান ম্যাচে মোহামেডান ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সাত ম্যাচ শেষে পয়েন্টশূন্য চট্টগ্রাম আবাহনী তলানিতে।

শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুই আবাহনীর ম্যাচে যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, ফলাফলেই তা স্পষ্ট। এ মৌসুমে বিদেশি ফুটবলার ছাড়াই বাজিমাত করছে ঢাকা আবাহনী। লিগে সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা।

গত সপ্তাহে ফেডারেশন কাপে ইব্রাহিমের গোলে মোহামেডানকে হারিয়েছিল আবাহনী। চারদিন পর কাল লিগ ম্যাচে জোড়া গোল করলেন ইব্রাহিম। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড।

মিনিটদশেক পর ব্যবধান দ্বিগুণ করেন এনামুল ইসলাম গাজী। ৬৬ মিনিটে ইব্রাহিমের দ্বিতীয় গোল আবাহনীর জয়ে বড় ব্যবধান গড়ে দেয়। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দুই গোলের উৎস শাহরিয়ার ইমন। ৭১ মিনিটে আলমগীর মোল্লা চতুর্থ গোল করেন। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।

Share this post

scroll to top