তিন ফরম্যাটেই সফল জাকের, ফাঁস করলেন নিজের রহস্য

Jaker-Ali-6785dae562a28.jpg

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারের শুরুটা বেশ ভালোই হয়েছে জাকের আলী অনিকের। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরটার কথা ভুলবেন কী করে? সেখানে তিন ফরম্যাটেই দারুণ পারফর্ম করেছেন তিনি। বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র আর টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে এল, সেখানে তো তার অবদান অনস্বীকার্য।

টেস্টে একটা সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংস খেলেছেন। ওয়ানডেতে শেষে নেমে দলের প্রয়োজন মেটাচ্ছেন ধুন্ধুমার ব্যাটিংয়ে, টি-টোয়েন্টিতেও তাই। এ সবকিছু করছেন ভিন্ন ভিন্ন ফরম্যাটের খেলা যখন খুবই কম সময়ের মধ্যে পড়ে যাচ্ছে তখনও।

এমন কিছু বাংলাদেশি ব্যাটারের মধ্যে দেখা বিরল। জাকের কীভাবে পারছেন? সে রহস্য ফাঁস করলেন নিজেই। ছন্দটা বিপিএলের শুরুর দিকে না থাকলেও মাঝপথে এসে তা ফিরে পেয়েছেন। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে খেলেছেন ২৩ বলে ৪৭ রানের ইনিংস। যদিও দলকে জেতানো হয়নি শেষমেশ।

তবে তাতে জাকেরের ওই ইনিংস মোটেও ছোট হয়ে যায় না। এর আগে টেস্টে সাফল্য, লিস্ট এ ক্রিকেটে ভালো করা, সঙ্গে সাদা বলের পারফর্ম্যান্সও ধরে রাখা… জাকের শেষ এক বছর ধরে তা নিয়মিত করে যাচ্ছেন। কীভাবে করছেন, সে প্রশ্নের জবাবে জাকের বললেন, ‘আসলে তেমন কিছু না। শিফট করি মাইন্ডসেট। ওরকমভাবে সুইচ করার চেষ্টা করি।’

ছয় ম্যাচ খেলে কেবল দুই জয় নিয়ে সিলেট স্ট্রাইকার্স আছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। তবে এখনও দল নিয়ে আশা হারাচ্ছেন না তিনি। তার বিশ্বাস বোলাররা একটু ধারাবাহিক হলেই কক্ষপথে চলে আসবে সিলেট। বললেন,‘কঠিন না। দল হিসেবে যদি আমরা আমাদের এরকম…ধরেন ব্যাটিং ভালো হচ্ছে অলমোস্ট প্রতিটা ম্যাচে। বোলিংয়ে আরেকটু ধারাবাহিক হলে চান্সেস তৈরি হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা নামলেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির তোড়জোড়। সে টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। সে দলে লিটন দাসের জায়গা না হলেও জাকেরের হয়েছে ঠিক। সে টুর্নামেন্টের জন্য কোনো বাড়তি পরিকল্পনা করেছেন কি না, সে প্রশ্নের জবাবে জাকের জানান, আপাতত বিপিএলেও মনোযোগ দিচ্ছেন তিনি। বিপিএল শেষ হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা করতে চান, তাও জানালেন তিনি।

জাকেরের কথা, ‘আপাতত বিপিএল নিয়েই মনোযোগী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওখানে আমার যে ভূমিকাটা থাকবে, সেরা পারফরম্যান্স করার চেষ্টা করবো।’

Share this post

scroll to top