বড়াইগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

8-47-673d057a4a133.jpg

ডেস্ক রিপোর্ট: নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ও সন্ধ্যায় দু’দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিন শতাংশ জমি নিয়ে কায়েমকোলা গ্রামের জুলহাস গ্রুপের সাথে পার্শ্ববর্তী নওপাড়া গ্রামের দুলাল গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল।

দুপুরে জমি সংক্রান্ত এই বিরোধ মীমাংসার জন্য নওপাড়া গ্রামে শালিস বসে। শালিসে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলাল গ্রুপের লোকজন জুলহাস গ্রুপের লোকজনের উপর হামলা করে। এসময় জুলহাসের ৫ সমর্থক আহত হয়।

এরই জের ধরে সন্ধ্যায় জুলহাসের লোকজন সংগঠিত হয়ে আহমেদপুর বাজারে আসলে পুনরায় দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুলাল গ্রুপের ৫জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে কোন পক্ষই থানায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি।

Share this post

scroll to top