ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। ইলিশগুলো ভারতে পাচার করা হচ্ছিল।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ইলিশের এ চালান জব্দ করা হয়। আটক ইলিশ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।