বন্যায় বিপর্যস্ত লক্ষ্মীপুরের ১৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ

image-845250-1725092623.jpg

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর ৭টি কেন্দ্রে আশ্রয় নেওয়া দেড় সহস্রাধিক মানুষদের মাঝে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের (কিউএলএফ) উদ্যোগে রান্না করা খাবার বিতরণ  বিতরণ করা হয়েছে।

শুক্রবার বানবাসীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

খাবারের মেন্যুতে ছিল-পোলাও, চিকেন কারি, সিদ্ধ ডিম ও পানি।  কিউএলএফের উদ্যোগে স্থানীয় সংগঠক ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় পৌর শহীদ স্মৃতি একাডেমীতে ৪৫০ জন, মান্দারী হাই স্কুলে ৪০০ জন, জিল্লুর রহিম কলেজে ২০০ জন,  বটতলী স্কুলে ১২০জন, আবু হুরায়ারা মাদ্রাসায় ৮০ জন, মান্দারী প্রিক্যাডেটে ২৫০ জন, ঠাকুরকান্দি মাদ্রাসায় ১২০ জন অসহায় বন্যার্ত মানুষদের মাঝে খাবার পৌছে দেওয়া হয়।

বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান উদ্যোক্তারা।  তারা বলেন, লক্ষ্মীপুরে বন্যায় বাধ্য হয়ে অসহায় মানুষজন নিজেদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রসমূহে গত কয়েক দিন থেকে বাধ্য হয়ে অবস্থান করছে।  আশ্রয় কেন্দ্রগুলোতে  তারা শিশু সন্তান, পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।

বন্যার পানিতে সীমাহীন কষ্ট, দুঃখ-দুর্দশা-দুর্ভোগে পড়া মানুষগুলোর জীবনে কিছুটা স্বস্তি দিতে কিউএলএফের প্রচেষ্টা চলমান থাকবে। খাবার বিতরণ কাজে অংশ নেন কিউএলএফের সমন্বয়ক ডা. দলিলুর রহমান, ডা. ইশরাত জাহান, ডা. মিজানুর রহমান, ডা. আবু রায়হান, ডা. মামুন হোসেন, আওলাদ হোসেন চৌধুরী, নাজমুন নাহার, গিয়াস উদ্দিন, আতিকুর রহমান, মহিউদ্দিন আজাদ প্রমুখ।

Share this post

scroll to top