গাজীপুরে থামেনি শ্রমিক বিক্ষোভ একশো কারখানা বন্ধ ঘোষণা

Untitled-20-copy-2.jpg

খুলনার দর্পণ ডেস্ক : নতুন নির্ধারিত বেতন কাঠামো প্রত্যাখ্যান করে ও বেতন বৃদ্ধির দাবিতে গতকাল বৃহস্পতিবারও দিনভর গাজীপুর মহানগরীর নাওজোর, রওশনসড়ক ও কোনাবাড়িসহ বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকরা পৃথকভাবে বিক্ষোভ করেছে। নাওজোর ও কোনাবাড়ি এলাকায় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে মহানগরের প্রায় একশ কারখানায় বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বেশ কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দিয়েছে।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নতুন নির্ধারিত বেতন কাঠামো প্রত্যাখান করে ও ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের রওশনসড়ক এলাকার লিভাস নামের কারখানার শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এসময় শ্রমিকরা ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর করে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সকাল ৯টার দিকে মহানগরের নাওজোর বাইপাস সড়ক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা একই দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তারা মহাসড়কে পুরাতন টায়ার ও কাঠ-বাঁশ জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। বিকেলে অন্দোলনরত শ্রমিকরা মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের পাশে তুসুকা পোশাক কারখানায় প্রবেশ করে ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ-শ্রমিকসহ অর্ধশতাধিক শ্রমিক জন আহত হয়েছে বলে শ্রমিকরা দাবি করে।
গাজীপুর কলকারখানা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত মহানগরের কাশিমপুর এলাকায় ২০টি, কোনাবাড়িতে ৫০, নাওজোর এলাকায় ১৮টি কারখানা বন্ধ রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top