সিদ্দিক বাজারে বিস্ফোরণ: আরও ২ মরদেহ উদ্ধার

1678273493.3.jpg

স্টাফ করেসপন্ডেন্ট …..
সিদ্দিক বাজারে বিস্ফোরিত ভবনটির ভেতর থেকে আরও দুটি মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

তাদের একজনের নাম মমিন উদ্দিন সুমন, বয়স ৪৪ বলে জানা গেছে।

আনিকা এজেন্সির নামে একটি সেক্রেটারি দোকানের মালিক ছিলেন সুমন। অপরজনের নাম-পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিসের দল।
এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস কর্তৃক গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলে বিস্ফোরণের ধ্বংসস্তুপ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। উদ্ধার দুই ব্যক্তির একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪)। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনায় নিখোঁজদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ঢামেকের মর্গে যেতে অনুরোধ জানান তিনি।

এর আগে, গতকাল ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও অন্তত দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top