নিজস্ব প্রতিবেদক…..
জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা হারে কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে বাসভাড়াও কমানো হবে বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
তিনি বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়ানো হয়েছিল। এখন তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে। তাই বাসভাড়াও কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই। শিগগির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবো। ভাড়া কমাতে আমাদের আপত্তি নেই।