ডেস্ক রিপোর্ট: গত ১ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এর জেরে প্রায় ৪ সপ্তাহের মাথায় ইরানে প্রতিশোধমূল হামলা করল ইসরাইল।
শনিবার (২৬ অক্টোবর) ওয়াশিংটন পোস্টের সূত্র দিয়ে এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরানে হামলা এখনই শেষ হয়নি। আরো কয়েক ঘণ্টা এটি চলতে থাকবে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলি হামলা আরও কয়েক ঘণ্টা স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। ইসরাইলের সামরিক পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করা একজন কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে এ মার্কিন সংবাদমাধ্যম।
সূত্রটি বলেছে, যে সামরিক স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, তার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র।
ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা যে হামলা চালিয়েছে তা ‘অত্যন্ত সুনির্দিষ্ট’।
গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।
যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়।
এরপর থেকেই ‘মোক্ষম জবাব’ দিতে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।