হাতির ভয়, প্রাণ বাঁচাতে একসঙ্গে ঘুমিয়ে দংশনে ৩ শিশুর মৃত্যু

image-848264-1725688036.jpg

ডেস্ক রিপোর্ট: হাতির আক্রমণের ভয়ে একসঙ্গে ঘুমিয়ে থাকা তিন শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু তারা আর বাঁচল না। সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে। ভারতের ঝাড়খন্ডের গাড়োয়া জেলার চিনিয়া থানার আওতাধীন চাপকালি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

সাপের কামড়ে নিহত ওই তিন শিশু হলো— পান্নালাল কোরা (১৫), কাঞ্চন কুমারি (৮) ও বেবি কুমারি (৯)।  স্থানীয়রা জানিয়েছেন, তারাও হাতির হামলার ভয়ে স্কুল ভবনের ছাদে দলবেঁধে ঘুমাচ্ছিল।

চিনিয়া পুলিশ স্টেশনের ইনচার্জ নিরাজ কুমার বলেন, হাতির হামলার ভয়ে পরিবারের ৮ থেকে ১০ জন শিশু ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে ছিল। এ সময় ঘরের মধ্যে একটি সাপ ঢুকে তিনজনকে কামড় দিলে তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, সাপে কাটার পর রাত ১টার দিকে পরিবারের লোকজন ওই তিন শিশুর মধ্যে দুজনকে ওঝার কাছে নিয়ে যান। সেখানে তাদের মৃত্যু হয়। বেঁচে থাকা শিশুকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকেও বাঁচানো সম্ভব হয়নি।

Share this post

scroll to top