রাওয়ালপিন্ডিতে জয়ের স্বপ্ন দেখালেন মিরাজ

image-842529-1724556462.jpg

ক্রীড়া ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ। পঞ্চম দিনে ৯৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে পাকিস্তান। হাতে ৯ উইকেট। তবে বাংলাদেশের চাওয়া পাকিস্তানকে অল্পতে আটকে দিয়ে জয়ে সিরিজ শুরু করা। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ জানালেন সে কথায়।

চতুর্থ দিনে পাকিস্তানকে ব্যাকফুঠে ঠেলে দেওয়ার কাজটা করেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এ দুজনের জুটিতে এসেছে ১৯৬ রান। মুশফিক একাই করেছেন ১৯১ রান। বাংলাদেশ তাই এখান থেকে দাঁড়িয়ে দারুণ কিছুর স্বপ্নই দেখছে।

মিরাজ বলেন, ‘আমরা এই মুহূর্তে ভালো অবস্থানে আছি। এখন আমাদের পুরো মনোযোগ আগামীকালের খেলায়। আরও ভালো করতে চাই আমরা।’

সপ্তম উইকেট জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ১৪৫। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে যে জুটিটি গড়েছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। সেই জুটিকে টপকে যাওয়ার পেছনে মুশফিককে কৃতিত্ব দিয়েছেন মিরাজ।

১৭৯ বলে ৭৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে মিরাজ বলেন, ‘আমরা দারুণ একটা জুটি গড়েছি, তবে প্রশংসার সবটাই মুশি ভাইয়ের পাওনা। তিনি সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন। বারবার বলেছেন, উইকেট খুব ভালো, নিজের খেলাটা খেলে যাও।’

পঞ্চমদিনে সকালের সেশনটা কতটা গুরুত্বপূর্ণ এই টেস্টের জন্য সেটা জানিয়ে মিরাজ বলেন, ‘কাল সকালের প্রথম এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বোলারদের সকালে খুব ভালো বোলিং করতে হবে। প্রথম এক ঘণ্টায় যদি আমরা কয়েকটা উইকেট তুলে নিতে পারি, আমাদের খুব ভালো সুযোগ থাকবে (টেস্টটা জেতার)।’

বাংলাদেশের বোলারদের সামর্থ্য নিয়ে মিরাজ বলেন, ‘ওরা শেষ বিকেলে খুব ভালো বোলিং করেছে। আমি তো স্লিপে ফিল্ডিং করেছি। দেখেছি, ওরা দারুণ বল করছে। আশা করি কাল সকালেও এভাবেই বোলিং করে যাবে। যদি কয়েকটা উইকেট আমরা নিতে পারি, ভালো কিছু হবে।’

Share this post

scroll to top