ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধীদের অবস্থান, যান চলাচল বন্ধ

image-834040-1722760463.jpg

ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড, মৌচাক, সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। রোববার ভোর ৭টা থেকে ছোট ছোট দলে বৈষম্যবিরোধীদের গুরুত্বপূর্ণ এ মহাসড়কের পয়েন্টগুলো অবস্থান নিতে দেখা যায়। এতে করে করে এ মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পূর্বাঞ্চলের ১৮ জেলার সঙ্গে ঢাকার প্রবেশমুখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়, মৌচাক, সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় ভোর ৭টা থেকে দখলে নেয়। ভোর থেকে দূরপাল্লার বাস ছাড়া কিছু পিকআপভ্যান, কাভার্ডভ্যান ও ছোট যানবাহন চলাচল করলেও আন্দোলনকারীরা শিমরাইল মোড়ে আসার পর থেকে আর কোনো যানবাহন চলাচল করতে পারেনি। তবে প্রথম দিকে কিছু অটোরিকশা মহাসড়কে চলাচল করলেও পরে সেগুলো চলাচলও বন্ধ করে দেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবক ও সাধারণ মানুষকে দেখা গেছে।

ছাত্রছাত্রীরা জানান, একদফা দাবি বাস্তবায়নের দাবিতে আমাদের এ অবস্থান। আমাদের দাবি পূরণ না হলে আমরা আমাদের অবস্থান থেকে সরে যাব না। আমাদের অনেক ভাইবোন প্রাণ দিয়েছে। আমরা তাদের রক্ত বৃথা যেতে দিতে পারি না।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করছেন। তবে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

Share this post

scroll to top