মাটির গর্ত খুঁড়ে বৃদ্ধার লাশ উদ্ধার

1595764191_86.jpg

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামে মাটির গর্ত খুঁড়ে আয়েশা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার বেলা ১১টার দিকে দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মো. ইউনুস মিয়ার বাড়ির পাশের মাটির গর্ত খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা একই গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাজারে মাছ ও তরকারি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।

কলাপাড়ার বড় বালিয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মিয়া জানান, গত শনিবার রাতে আয়েশাকে একই এলাকার ইউনুস মিয়া বাজার থেকে ডেকে নেন। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা ইউনুসের বাড়িতে গেলে মাটির গর্ত দেখে সন্দেহ হয়। বিষয়টি তাকেসহ পুলিশকে জানালে ইউনুস টের পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে মাটি খুঁড়ে আয়েশার মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা ইউনুসের কাছে আয়েশা কিছু টাকা পেত। এ টাকা চাওয়ায় তাকে হত্যা করা হতে পারে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফিজুর রহমান জানান, নিহত গৃহবধূর শরীরে পঁচন ধরেছে। দুই-তিন দিন আগে তাকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করছেন। তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Share this post

scroll to top