খুলনার দর্পণ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। গতকাল ৩০ জানুয়ারি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। এর আগে শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়।
সরকার দলের এমপি এবি তাজুল ইসলাম ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুটুকে নির্বাচনের জন্য নাম প্রস্তাব করেন। সরকার দলের আরেক এমপি মকবুল হোসেন ওই প্রস্তাবকে সমর্থন করেন। পরে অন্য কোনো মনোনীত প্রার্থী না থাকায় স্পিকার কণ্ঠভোটের মাধ্যমে ডেপুটি স্পিকারকে নির্বাচিত ঘোষণা করেন। সংসদ অধিবেশন শেষ হওয়ার পর নতুন ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন শপথ পড়ান। এরপর সংসদের প্রথম অধিবেশনের জন্য ৫ সদস্যদের সভাপতিম-লী নির্বাচন করা হয়েছে।