দর্পণ রিপোর্ট :
খুলনায় প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সেখ মো: এনায়েতুল বাবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শুভেচ্ছা নিবেদন, তাঁর আত্মার শান্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, রেজিস্ট্রার প্রফেসর মো: তবিবার রহমান, প্রক্টর মো: আসাদুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) এস এম রিয়াজুর রশীদ, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ও জন সংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন।
উল্লেখ্য, প্রফেসর এনায়েতুল বাবর এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে দীর্ঘ ২৮ বছরের অধিককাল সাফল্যের সাথে কর্মরত ছিলেন। তিনি ২৮ টি দেশি-বিদেশী গবেষণা ও প্রকাশনায় সম্পৃক্ত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ডক্টর মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত ২৪/০১/২০২৪ ইং তারিখের ৩৭,০০,০০০০.০৭৮.১১.০০১.২০১৫-২৭ নং স্মারকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী তাঁকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগকৃত এ বিশ্ববিদ্যালয়ের ৩য় উপাচার্য। তিনি ১ ফেব্রুয়ারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদান করেন।