নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক- শিক্ষার্থীবৃন্দের জার্মানিতে সামার স্কুলে সফল অংশগ্রহণ

IMG-20220829-WA0002.jpg

জ্যেষ্ঠ প্রতিবেদক….
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝ থেকে উদ্যোক্তা গড়ে ওঠাকে উৎসাহিত করা এবং উদ্যোক্তা উন্নয়নে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা তৈরির উদ্দেশ্যে ইউরোপিয়ান কমিশন এর Erousmous + কর্মসূচির অধীনে MELBU (More Entrepreneurial life at Bangladeshi Universities) শীর্ষক একটি প্রকল্পের অধীনে সম্প্রতি জার্মানির লাইপজিগ শহরে অনুষ্ঠিত সামার স্কুল এ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সফল ভাবে অংশগ্রহণ করেছে। উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করা এবং উন্নয়নে কাজ করা – এই প্রকল্পে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি র ৩ জন শিক্ষক এবং প্রতিযোগিতার ভিত্তিতে নির্বাচিত হয়ে ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই সপ্তাহ ব্যাপি চলা এ সামার স্কুলে বাংলাদেশের ৬ টি বিশ্ববিদ্যালয় ছাড়া ও জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটি এবং পোলান্ডের ম্যারিটাইম ইউনিভার্সিটি অংশগ্রহণ করে। ইউনিভার্সিটি থেকে অংশগ্রহণ কারী শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ফারজানা আক্তার, সহকারী অধ্যাপক শেখ মাহরুফুর রহমান, এবং সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক বিভাগের নুসরাত জাহান, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আহসান আহমেদ এবং তাসনিয়া তাবাসসুম। ৩১ আগস্ট দলটির দেশে আসার কথা রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top