জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে : মুজিবুল হক চুন্নু

Untitled-10-copy-8.jpg

খুলনার দর্পণ ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। জাতীয় পার্টিতে কোনো বিরোধ নেই। নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে। গতকাল রবিবার দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদ পার্টির একজন পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাঁর নেই। দলীয় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার চেয়ারম্যানের। নির্বাচন কমিশনকে চিঠি দেয়া নিয়ে রওশন এরশাদের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নিবে। আলোচনা করলে যে কোনো সমস্যার সমাধান হতে পারে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top