এম‌পি সালাম মূ‌র্শেদীর বো‌নের মৃত্যুতে রূপসা প্রেসক্লাব নেতৃবৃ‌ন্দের শোক

40_image_url_Khulna-Map-খুলনা-ম্যাপ-খুলনার-মানচিত্র-Khulna-খুলনা.jpg

স্টাফ করেসপন্ডেন্ট…
খুলনা ৪ আসনের সংসদ সদস্য ও রূপসা প্রেসক্লা‌বের প্রধান পৃষ্ঠ‌পোষক আবদুস সালাম মূর্শেদীর বড় বোন মোছাঃ নুরুন্নাহার এর মৃত‌্যু‌তে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবা‌রের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে বিবৃ‌তি দিয়ে‌ছেন রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম তোতা, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, তরিকুল ইসলাম ডালিম, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কোষাধ্যক্ষ এমডি অলিদ, সাংগঠনিক সম্পাদক খান আবদুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সদস্য হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কচি, এম এ আজিম, তরিকুল ইসলাম, আবদুল কাদের, আখতার হোসেন, চিত্ত রঞ্জন সেন, আবু হারুনার রশিদ, গোলাম মোস্তফা, আশিকুর রহমান বাবু, মোঃ বেনজীর হোসেন, মুস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্টাচার্য, আবদুল কাইয়ুম খান, নাঈমুজ্জামান শরীফ, বিএম শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম তুরান ও হাসানুজ্জামান মনি। অনুরুপ বিবৃতি দিয়েছেন নতুন সকাল ডটকম এর সম্পাদক ও প্রকাশক ফরিদা ইয়াসমিন পপি।
উ‌ল্লেখ‌্য, মোছাঃ নুরুন্নাহার সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার খিলগাঁও চৌধুরী পাড়াস্থ নিজ বাসভনে ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। দীর্ঘদিন ধরে তি‌নি অসুস্থ ছি‌লেন। মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top