এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির নিষেধাজ্ঞা

1692178655.kmp-5b.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট …..
খুলনা মেট্রোপলিটন এলাকায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা চলাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৭ আগস্ট) থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা পরীক্ষাকে কেন্দ্র এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোনো প্রকার লাউড স্পিকার বা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন এলাকার ২৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top