নোয়াখালীর সাবেক এমপি, স্ত্রী ও সন্তান আটক

image-836572-1723356486.jpg

ডেস্ক রিপোর্ট: নৌ বাহিনীর সদস্যরা নোয়াখালী-৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী ও ছেলেকে নিজেদের হেফাজতে নিয়েছে।

তার স্ত্রী আয়েশা ফেরদাউস ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হন।

এই দম্পতির ছেলে আসিফ আলী অমি হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের বাড়ি হাতিয়া পৌরসভার চরকৈলাশে।

নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রিদওয়ান বলেন, ‘তাদের বিরুদ্ধে হাতিয়া এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সন্ত্রাস নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযান চলমান থাকবে।’

Share this post

scroll to top