খুলনায় স্বপন হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার

Khulna-2304121202.jpg

নিজস্ব প্রতিবেদক…….

খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরিতে স্বপন ব্যাপারী (৩০) হত্যা মামলার প্রধান আসামি হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে সদর দপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র্যাব-৬ এর খুলনার অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মোসতাক আহমেদ এতথ্য জানান।

র‌্যাব জানায়, নিহত স্বপন এবং হোসেন, রাজু, মিজান ও রানা দীর্ঘদিন ধরে দাদা ফ্যাক্টরির ভেতর বিভিন্ন মালামাল চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করতেন। চোর চক্রের সদস্যদের সঙ্গে টাকা নিয়ে বনিবনা না হওয়ায় স্বপনের বিরোধ হয়। গত ১০ এপ্রিল আসামিরা বিভিন্ন জায়গা থেকে চাপাতি, ছুরি নিয়ে দাদা ম্যাচ ফ্যাক্টরিতে আসেন। ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফ্যাক্টরির ভেতরে পূর্ব পরিকল্পিতভাবে হোসেন প্রথমে স্বপনকে ধারালো চাপাতি দিয়ে কাঁধে কোপ দেন। পরে আসামি মিজান স্বপনের শরীরে আরও ৪ থেকে ৫টি কোপ দেয়। মৃত্যু নিশ্চিত করতে আসামি রানা স্বপনের দুই পায়ের রগ কেটে দেয়। মৃত্যু নিশ্চিত হলে আসামিরা পালিয়ে যায় এবং দেশত্যাগের পরিকল্পনা করে। পরে নিহত স্বপনের ভাই বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ ঘটনায় বুধবার র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি হোসেনকে গ্রেপ্তার করে। হোসেনকে খুলনা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল রাতে চোর সিন্ডিকেটের অপর সদস্য কাদের জোয়াদ্দার ওরফে রাজুকে বটিয়াঘাটা উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top