কাতার গেলেন বিওএ’র সভাপতি সেনাপ্রধান

Untitled-5-copy-9.jpg

খুলনার দর্পণ ডেস্ক : কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কাতার ভারোত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানারের আমন্ত্রণে সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার ঢাকা ছাড়েন তিনি।
সফরকালে সেনাপ্রধান ১৩ ও ১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান উপভোগ করবেন। কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩ এ সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এই সফরে সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গে বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পাদিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) বাস্তবায়নে এবং দু’দেশের মধ্যকার পারস্পরিক সামরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। এছাড়া তিনি দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করবেন এবং বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান ১৫ ডিসেম্বর দেশে ফিরবেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top