খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

dead-body-found-20221006173131.jpg

নিজস্ব প্রতিবেদক….
খুলনায় পলাশ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সৌরভ নামের আরেক যুবক জখম হন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে নগরীর টুটপাড়া তালতলা ক্রস রোডের জনৈক দারার বালির মাঠে এ ঘটনা ঘটে। পলাশ লবণচরা ২ গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা জনৈক শিপনের ছেলে।
স্থানীয়রা জানায়, টুটপাড়া এলাকার একটি গ্রুপের সঙ্গে পলাশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পলাশ ও সৌরভ তালতলা ক্রস রোডে আসলে নুর আজিম গ্রুপের সদস্যরা তাদের তাড়া করেন। ওই দুই যুবক দারা সাহেবের বালুর মাঠের দিকে দৌড় দেন। দুর্বৃত্তরা তাদের দুজনের পিছু নেয়। পরে তাদের দুজনকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপাতে থাকেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। সৌরভ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মো. সাইদুর রহমান বলেন, দুপর ৩টার দিকে তালতলা ক্রস রোডে পলাশ ও সৌরভ নামের দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেন প্রতিপক্ষ। ধারালো অস্ত্রের আঘাতে সৌরভ প্রাণে বেঁচে গেলেও অপর যুবক পলাশ মারা যান। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

Share this post

One Reply to “খুলনায় যুবককে কুপিয়ে হত্যা”

  1. Sanford.R says:

    Very interesting points you have remarked, regards for putting
    up.Leadership

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top