নিজস্ব প্রতিবেদক……
খুলনার ডুমুরিয়া গ্রামে মো. মাশরাফি (১২) নামের এক মাদরাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় বাসিন্দারা ওই ছাত্রকে মাদরাসার পুকুরে ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। মাশরাফি ওই গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাশরাফি ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার মাওলানা বিভাগের ছাত্র। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাদরাসা ছুটির পর সবাই বাড়ি চলে যায়। কিন্তু মাশরাফি বাড়িতে না যাওয়ায় বাবা মাদরাসাসহ আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেন।
কিন্তু মাশরাফিকে না পেয়ে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদরাসার পুকুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় মরদেহের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল বলে জানিয়েছেন থানার ওসি।
ওসি আরও বলেন, এ ছাত্রের মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকলে তার পরিবারকে মামলা করার জন্য বলেছি।