দর্পণ রিপোর্ট :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মুজিবুর রহমান শামীম এর মাতা আমেনা খাতুন (৯৫) বার্ধক্য জনিত কারণে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বিকালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগাঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুক্রবার সকাল ১১ টায় এক শোক সভা ও দো’আ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত শোক সভা ও দো’আ মাহফিলে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার প্রফেসর মোঃ তবিবার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এস এম রিয়াজুর রশীদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহিম।