দর্পণ রিপোর্ট :
আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সোনাডাঙ্গাস্থ একাডেমিক ভবন সংলগ্ন আইইবি সেন্টারের মাঠে এ পিঠা মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান ফিতা কেটে পিঠা মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্সের ডীন প্রফেসর ডঃ মোঃ নওশের আলী মোড়ল, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ড. মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরগণ, শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের পক্ষ থেকে ৩ শতাধিক বাহারি পিঠার পশরা সাজানো হয় পিঠা স্টল গুলিতে। পরে বিচারকদের রায়ে বিজয়ী ৩ বিভাগের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।