খুলনার দর্পণ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চীন তিস্তা প্রকল্পের কাজ শুরু করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির পর ঢাকা-বেইজিং সম্পর্ক আরও শক্তিশালী হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ নতুন করে শুরু করতে পারে চীন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের ভাবমূর্তি শিরোনামে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ‘সেন্টার ফর অল্টারনেটিভ’ আয়োজিত এই সেমিনারে চীনের প্রতি বাংলাদেশিদের মনোভাব নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করা হয়।
এতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন, চীনের ঋণ যে ফাঁদ নয় এই ধারণা বদলাতে চীনকেই উদ্যোগ নিতে হবে। চীনের বিনিয়োগ এদেশের মানুষের স্বার্থেই আসছে বলে মনে করেন এই সেমিনারে অংশ নেয়া বক্তারা। একইসঙ্গে ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করারও আহবান তাদের।
চীনা রাষ্ট্রদূত জানান, এসব বিষয়ে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে।