এবার ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি

Untitled-15-copy-2.jpg

খুলনার দর্পণ ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকাসহ ফিলিস্তিনের পশ্চিম তীরে গত দেড় মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে ১২ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে পশ্চিম তীরে আইডিএফ-এর যেসব কর্মকর্তা বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা পরিচালনা করছেন, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক অপ-এড কলামে (ব্যক্তিগত) তিনি লিখেছেন, আমি ইসরায়েলের নেতাদের জোরালোভাবে বলছি, পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।
বাইডেন লিখেছেন, ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় জনগণের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধান।
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, হামাস এবং পুতিন— উভয়ই পৃথিবীর মানচিত্র থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলুপ্তির পক্ষে। যুক্তরাষ্ট্র কখনো তা হতে দেবে না। কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং বিশ্বের ভবিষ্যৎ সরাসরি সংশ্লিষ্ট।
প্রসঙ্গত, গত অক্টোবরে ভিসা ওয়েইভার প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচিতে যুক্ত হয় ইসরায়েল। এ কর্মসূচিতে যোগ দেয়া দেশের যাত্রী ও ভ্রমণকারীরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top