বিএনপিপন্থী আইনজীবীদের সতর্ক করলেন প্রধান বিচারপতি

Untitled-13-copy-5.jpg

খুলনার দর্পণ ডেস্ক : বাসভবনে হামলার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পাশাপাশি বিএনপির আইনজীবী নেতাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি। গতকাল মঙ্গলবার বিএনপির ঢাকা জেলার সদস্য সচিব নিপুন রায়ের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে এই উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি।
এ সময় বিচার বিভাগ নিয়ে ভবিষ্যতে কথাবার্তায় সতর্ক থাকতে বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘পুরো বিচার বিভাগ নিয়ে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। একপক্ষ নিন্দা জানাচ্ছে তো, অপরপক্ষ ষড়যন্ত্র খুঁজছে।’
বিএনপির আইনজীবী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তার বাসভবনে হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট বারের সঙ্গে সম্মিলিতভাবে কথা বললো না কেউ। হাইকোর্টে আন্দোলনে সরব থাকলেও ন্যূনতম সহানুভূতি না দেখানোর আক্ষেপও প্রকাশ করেন প্রধান বিচারপতি। প্রশ্ন রাখেন, আইনজীবী হয়েও বিচারালয়কে সম্মান না দিলে আদালত নিরাপত্তা পাবে কোথায়?’
নিপুন রায়ের শুনানির শুরুতে তার আইনজীবী আদালতকে বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। পিক অ্যান্ড চুজ করছে রাষ্ট্র। রাজনৈতিক মামলা দিচ্ছে তাদের নামে।’
এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আপিল বিভাগের অন্য বিচারপতিরা যেহেতু জামিন দিয়েছেন, আমিও আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম।’
একপর্যায়ে পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপের ঘটনা তুলে ধরেন আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহমান। তিনি বলেন, ‘পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপের ঘটনা অবাক কা-! জামিন দিলেও বিচারকের দোষ, না দিলেও দোষ।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top