খুলনার দর্পণ ডেস্ক : সম্প্রতি ইসরায়েলর প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ইসরায়েলর টেলিভিশন চ্যানেল-১৩ এর এক জিরিপে এ তথ্য উঠে এসেছে।
টেলিভিশনটি অধিকৃত ফিলিস্তিন ভূখ-ে একটি জরিপ পরিচালনা করেন। এই জরিপে দেখা যায়, ৭২ শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন না। তারা নেতানিয়াহু শাসনের অবসান চান। খবর ইরানার।
এমনকি উত্তরদাতাদের মধ্যে ৩১ শতাংশ মানুষ নেতানিয়াহুকে অবিলম্বেই পদত্যাগের আহ্বান জানিয়েছে। তবে এদের মধ্যে আবার ৪১ শতাংশ ইসরায়েলি মনে করেন ইসরায়েল- হামাস যুদ্ধ শেষে হওয়ার পরপরই নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত।
ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়ালার সূত্রে জানা গেছে, আগাম নির্বাচন হলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিকুদ পার্টি ১৮টির বেশি আসন পাবে না। যদিও আগের নির্বাচনে লিকুদ পার্টি ২০ আসনে জয়লাভ করেছিল।
অন্যদিকে, ন্যাশনাল ক্যাম্প হিসেবে পরিচিত জোট ৩৮ আসনে জয়লাভ করবে বলে পূর্বাভাস পাওয়া গেছে।