জাতীয় ভ্যাট দিবস আজ

Untitled-11-copy-5.jpg

খুলনার দর্পণ ডেস্ক : আজ রবিবার জাতীয় ভ্যাট দিবস। একই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’। ‘আমার ভ্যাট আমি দেবো, কেনার সময় চালান নেব ’এই স্লোগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভ্যাট দিবস উপলক্ষ্যে ব্যবসায়ী, ভোক্তা এবং সর্বস্তরের রাজস্বকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ভ্যাট দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমার ভ্যাট আমি দেবো, কেনার সময় চালান নেব’ রাজস্ব সুরক্ষা অর্জনে যথার্থ হবে বলে মনে করি।
রাষ্ট্রপতি সমৃদ্ধ রাজস্বভা-ার গড়ে তুলতে রাজস্বকর্মীদের পাশাপাশি ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের অধিকতর দায়িত্বশীল হওয়ার আহবান জানান। তিনি ‘ভ্যাট দিবস’ ও ‘ভ্যাট সপ্তাহ ২০২৩’ উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে দেয়া বাণীতে বলেছেন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিগত উন্নয়ন, নিরাপদ খাদ্যসহ ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভ্যাটের ভূমিকা অপরিহার্য। এবছর ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য- ‘আমার ভ্যাট আমি দেবো, কেনার সময় চালান নেব’ সঠিক ও সময়োপযোগী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top