ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানি ডিপোয় বিস্ফোরণ, কার্চ সেতুতে যান চলাচল বন্ধ

1690037434.0-copy.jpg

আন্তর্জাতিক ডেস্ক …..

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি জ্বালানি ডিপোয় বিস্ফোরণ ঘটেছে। ড্রোন হামলার কারণে এ ঘটনাটি ঘটে।

খবর বিসিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া হয়েছে। রুশ কর্তৃপক্ষ ক্রিমিয়া সেতু বন্ধ করে দিয়েছে। তারা বলছে, নিরাপত্তা স্বার্থে সাময়িক সময়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ক্রিমিয়ায় নিযুক্ত রুশপন্থি গভর্নর সের্গেই আকসিওনভ এসব দাবি করেন। তিনি আরও বলেন, ড্রোন হামলায় বিস্ফোরিত জ্বালানি ডিপোর পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। কার্চ সেতুতে রেল চলাচল বন্ধ রয়েছে। যদিও নিজের এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ক্রিমিয়ার ক্রাসনোগভার্দেয়স্কি জেলার অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু ছিল।

এ ঘটনার পর শনিবার স্থানীয় সময় সকালে কার্চ সেতুতে গাড়ি চলাচল বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ। এরপর আবার চলাচল চালু করা হয়। পরবর্তীতে ফের গাড়ি চলাচল বন্ধের কথা জানান গভর্নর।

ড্রোন হামলার কারণে ক্রিমিয়া উপদ্বীপের জ্বালানি ডিপোয় বিস্ফোরণের সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

এর আগে শুক্রবার (২১ জুলাই) এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে উদ্দেশ্য করে হুমকি দেন। তিনি বলেন, রুশ সেনাদের সহায়তায় ক্রিমিয়ার সেতুটি গোলাবারুদ সরবরাহের কাজে ব্যবহার করছে মস্কো। তাই সেতুটি ইউক্রেনের বৈধ লক্ষ্য।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top